প্রতি বছর হাজার হাজার পর্যটক কক্সবাজার ঘুরতে আসেন। কক্সবাজার ঘুরতে এসে অনেকে বিব্রতকর পরিস্হিতিতে ও পড়েন। আপনার কক্সবাজর ভ্রমণ নির্ঝঞ্চাট করতে কক্সবাজর হোটেল বুকিং থেকে হোটেল বুকিং করে রাখুন ও আমাদের উপদেশ মেনে চলুন।
কক্সবাজার ভ্রমণের ছোট ছোট কিছু টিপস:
১. কক্সবাজার বীচে যখন নামবেন- খালি পায়ে হাটার চেষ্টা করবেন। বিকেল বেলায় যখন রোদ কম থাকে।
২. সাগরে অবশ্যই গোসল করবেন, সাতার কাটবেন। কিন্তু যেখানে লাইফগার্ড আছে, শুধু সেখানে। অন্তত একজন পানিতে না নেমে নিজেদের জিনিসপত্র পাহাড়া দিবেন। যিনি যারা পানিতে নামবে তাদের প্রতি ও খেয়াল রাখবেন যাতে বিপদ হলে লাইফগার্ড কল দিতে পারেন।
৩. যে কোন বিপদে টুরিস্ট পুলিশের সহযোগিতা নিন।
![](https://coxsbazarhotels.com/wp-content/uploads/2024/02/coxscarnivalcoxsbazar547066785729116452792.jpg)
৪. ফটোগ্রাফার ঠিক করবেন আধাঘন্টা বা ঘন্টা হিসাবে, ফটো হিসেবে নয়।
৫. সি এন জি / টমটমে কোথাও গেলে গাড়ীর রেজিস্ট্রেশন এর ফটো, ড্রাইবারসহ তুলে নিন জার্নি শুরুর আগেই। ড্রাইবারের নাম্বার ও নিয়ে রাখুন।
৬. সকাল ৮-১১ টা, বিকেল ৪-৬ টা মেরিন ড্রাইবে জ্যাম হবার সম্ভাবনা বেশী। পারলে অন্য সময়ে জার্নি করুন।
৭. জোয়ার ভাটা দেখে পানিতে নামুন। সাতারকাটার জন্য সাগরে বেশীদুরে যাবেন না।
৮. রাত ১০ টার পর মেরিন ড্রাইব বা কোন অন্ধকার রোডে যাবেন না। তবে নিজের গাড়ী নিয়ে আসলে নিরাপদ।
৯. কক্সবাজার ভ্রমনে, সাথে কোন দামী জিনিসপত্র যেমন অলংকার নিয়ে আসবেন না।
১০. কক্সবাজারে যে কোন ধরণের কেনাকাটা অনলাইনে কক্সবাজার অনলাইন শপ থেকে করতে পারেন।
![](https://coxsbazarhotels.com/wp-content/uploads/2024/02/pexels-photo-14976824-1024x768.jpeg)